ভাঙনের মুখে ইসলামী আন্দোলন নেতৃত্বাধীন ইসলামী জোট
ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতৃত্বাধীন ইসলামী জোট বর্তমানে ভাঙনের মুখে পড়েছে। জোট সংশ্লিষ্ট একাধিক সূত্রের অভিযোগ, জামায়াতে ইসলামীর অতিরিক্ত ক্ষমতা প্রদর্শন, একক সিদ্ধান্ত গ্রহণ ও রাজনৈতিক লোভের কারণেই এই সংকট তৈরি হয়েছে।
জোট গঠনের সময় সিদ্ধান্ত হয়েছিল—জোটের যেকোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সকল শরিক দলের সঙ্গে পরামর্শ করেই নেওয়া হবে। কিন্তু সেই চুক্তি ভঙ্গ করে জামায়াতে ইসলামী পরামর্শ ছাড়াই এনসিপি সহ একাধিক দলকে জোটে অন্তর্ভুক্ত করেছে বলে অভিযোগ উঠেছে।
এছাড়া অভিযোগ রয়েছে, জামায়াতে ইসলামী জোটের প্রধান সমন্বয়কারী দল ইসলামী আন্দোলন বাংলাদেশকে বিভিন্নভাবে রাজনৈতিকভাবে ছোট করার চেষ্টা করছে। এমনকি কিছু তথাকথিত মিডিয়ার মাধ্যমে বিভ্রান্তিকর ও ভুল সংবাদ প্রকাশ করানো হয়েছে বলেও দাবি করা হচ্ছে।
আসন সমঝোতা নিয়েও জোটে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরের আসন ছেড়ে দিয়ে নমিনেশন সাবমিট করলেও, জামায়াতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের আসন ছাড়েনি। বিষয়টি জোটের ভেতরে অসন্তোষ আরও বাড়িয়ে তুলেছে।
এর আগেও জামায়াতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের সঙ্গে মিথ্যাচার করেছে—এমন অভিযোগ বিভিন্ন সময় সামনে এসেছে। জোটের শরিকদের মতে, জামায়াতে ইসলামীর দাদাগিরি, একক কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা ও অসত্য বক্তব্যের কারণে ইসলামী মহাজোট আজ চরম অনিশ্চয়তার মুখে।




-20260111044147.jpg)
-20260111043635.jpg)
-20260111043344.png)
-20260110085436.png)
-20260110085424.png)
-20260110085421.png)
-20260110085208.png)
-20260110085146.png)
-20260110085136.png)
-20260107043820.jpg)








-20260111043635.jpg)

-20260111044147.jpg)
-20260110085436.png)
-20260111043344.png)
-20260110085421.png)
-20260110085424.png)
-20260110085208.png)
-20260110085136.png)
-20260110085146.png)
আপনার মতামত লিখুন :