×
  • ঢাকা
  • বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ১ মাঘ ১৪৩২
Active News 24
বিশ্বকাপের আগে দুশ্চিন্তা বাড়াচ্ছেন ব্যাটসম্যানরাও

বিশ্বকাপের আগে দুশ্চিন্তা বাড়াচ্ছেন ব্যাটসম্যানরাও


ইনসাফ নিউজ | Jalis প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৬, ১০:৪১ এএম বিশ্বকাপের আগে দুশ্চিন্তা বাড়াচ্ছেন ব্যাটসম্যানরাও
Cricket

গত পরশু দুপুরে সাইফ হাসানকে দেখা গেল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের আউটার মাঠে। একজন থ্রোয়ারকে সঙ্গী করে প্রায় দুই ঘণ্টা ব্যাটিং অনুশীলন করলেন, একা একাই মাঠে দৌড়ালেন দীর্ঘক্ষণ। আগের ম্যাচে একাদশে সুযোগ পাননি। টি–টোয়েন্টিতে জাতীয় দলের সহ–অধিনায়ক সাইফ হাসান যেন পূরণ করে ফেলতে চাইছেন নিজের সব ঘাটতি।

সেদিন সন্ধ্যার ম্যাচেই অবশ্য সিলেট টাইটানসের বিপক্ষে ঢাকা ক্যাপিটালসের একাদশে জায়গা পান সাইফ। পাঁচ নম্বরে খেলতে নেমে করেন ১৪ বলে ২২ রান। আগের ৪ ম্যাচে সাইফ তাহলে বাদ পড়লেন কেন? নিজের রানের সংখ্যাগুলো দেখলে আপত্তি করার কথা নয় তাঁরও— ৪ বলে ১, ১৭ বলে ৯, ৪ বলে ১, ২৪ বলে ১৫—এই হলো সেই চার ম্যাচের স্কোর।

নিজেকে ফিরে পেতেই যে সাইফের ওই বাড়তি পরিশ্রম, সেটি না বললেও চলে। তবে এবারের বিপিএলে ফর্ম নিয়ে উদ্বেগ সাইফের একার নয়। বাংলাদেশ টি–টোয়েন্টি দলের একাদশের নিয়মিত কোনো মুখই জ্বলে উঠতে পারছেন না ব্যাট হাতে।

ডেস্ক / ইনসাফ নিউজ

আরও পড়ুন