দিলদারকন্যার কথায়, ‘বাবা কখনও কারও কাছে এক-দুবারের বেশি টাকা চাইতেন না। এজন্য তিনি বেশির ভাগ সময় পারিশ্রমিক অগ্রিম নিয়ে নিতেন। কিন্তু অনেক সময় পরিচিত, কাছের প্রযোজকদের কাছে অগ্রিম টাকা চাইতেন না। এভাবে বাবার পাওনা ৮০ লাখ টাকা জমা হয়েছে। ওই সময় প্রযোজকদের কাছ থেকে বাবার পাওয়া ৩৫ লাখ টাকার চেক বাসায় ছিল, সেই টাকাও ওই সময় আমরা পাইনি।’
ক্যারিয়ারে ‘আবদুল্লাহ’নামের একটি ছবিতে নায়ক হিসেবে অভিনয় করেছিলেন দিলদার। জনপ্রিয় এ কৌতুক অভিনেতাকে নায়ক হিসেবেও সমাদর করেছিলেন দর্শক। ‘আবদুল্লাহ’হয়েছিল সুপারহিট।
ছবিটির কথা উল্লেখ করে অভিনেতার বড় মেয়ে বলেন, ‘ছবির প্রযোজকের সঙ্গে বাবার চুক্তি হয়েছিল, যদি ছবিটি সিনেমা হলে চলে, তাহলে তাঁরা বাবাকে ১০ লাখ টাকা পারিশ্রমিক দেবেন, ব্যর্থ হলে কোনো টাকা পাবেন না। কারণ, নায়ক হিসেবে বাবাকে নিয়ে প্রযোজক ঝুঁকি নিচ্ছেন। বাবাও রাজি হন। পরে “আব্দুল্লাহ” ছবিটি হিট হলেও বাবা ছবির পারিশ্রমিক পাননি। এখন কে টাকা দিল না-দিল, এগুলো নিয়ে আমাদের আর কোনো দাবিদাওয়া নেই। আফসোসও নেই। বাবা নেই, এগুলো আমরা বলতেও চাই না। সবার কাছে একটাই চাওয়া, আপনারা বাবার জন্য দোয়া করবেন...
ডেস্ক / ইনসাফ নিউজ


-20260111044147.jpg)
-20260111043635.jpg)
-20260111043344.png)
-20260110085436.png)
-20260110085424.png)
-20260110085421.png)
-20260110085208.png)
-20260110085146.png)
-20260110085136.png)
-20260107043820.jpg)






-20260111043635.jpg)
-20260107043820.jpg)

-20260111044147.jpg)
-20260110085436.png)
-20260111043344.png)

-20260110085421.png)
-20260110085424.png)
-20260110085136.png)
-20260110085146.png)
-20260110085208.png)

আপনার মতামত লিখুন :